Wellcome to National Portal
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা (2য় পর্যায়)

বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা (2য় পর্যায়)

 

1

প্রকল্পের শিরোনাম

:

বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা (2য় পর্যায়)

উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগ

:

বস্ত্র ও পাট মন্ত্রণালয়                          

3

বাস্তবায়নকারী সংস্হা

:

বাংলাদেশ রেশম  উন্নয়ন বোর্ড

4

প্রকল্পের উদ্দেশ্যে

 

:

 (১) প্রকল্প এলাকায় হতদরিদ্র ও ভূমিহীন বিশেষতঃ মহিলাদের রেশম চাষে সম্পৃক্তকরণের মাধ্যমে কর্মসংস্হান সৃষ্টি ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো;

(২) রেশম চাষের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দানের মাধ্যমে রেশম চাষে সক্ষমতা বৃদ্ধিকরণ;

(৪) রেশম গুটি ও কাঁচা রেশমের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশীয় চাহিদা পূরণকরণ।

(৫) বাণিজ্যিক ভিত্তিতে রেশমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ সম্প্রসারণ করা;

(৬) দেশে তুঁতচাষ বৃদ্ধিসহ রেশম গুটি ও সূতা উৎপাদন কাজে নিয়োজিত তুঁতচাষী/ রেশম শিল্পে নিয়োজিত সংশ্লিষ্টদের উপযুক্ত সহায়তা প্রদান এবং রেশম পণ্য বাজারজাতকরণের সুযোগ সৃষ্টিকরণ;

5

প্রকল্পের লক্ষ্যমাত্রা

 

:

 (১) ৫০০০জন হতদরিদ্র ও ভূমিহীন বিশেষতঃ মহিলাদের রেশম চাষে সম্পৃক্তকরণের মাধ্যমে কর্মসংস্হান সৃষ্টি;

(২) ১৪.২০ লক্ষ তুঁতচারা উৎপাদন ও চাষীদের মাঝে বিতরণ করা । 

(৩) ১১০০বিঘা জমিতে বাণিজ্যিক ভাবে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ সম্প্রসারণ করা;

(৪) ৪৪২৫ জনকে রেশম চাষের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দানের মাধ্যমে রেশম চাষে সক্ষমতা বৃদ্ধিকরণ;   

(৫) ১৩০ মে. টন উৎপাদিত গুটি ক্রয়ের মাধ্যমে সুষ্ঠু বাজারজাতকরণের নিশ্চিত করা; 

(৬) ৭৮২ মেট্রিক টন রেশম গুটি এবং ৫৫ মেট্রিক টন রেশম সুতা উৎপাদন করে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা।

6

প্রকল্পের বাস্তবায়নকাল

:

 

 

ক)

শুরুর  তারিখ

:

জুলাই/২০২১

জুন/২০২৪

 

খ)

সমাপ্তির তারিখ

:

7

প্রকল্পের প্রাক্কলিত ব্যয় 

(লক্ষ টাকায়)

:

4973.00 লক্ষ টাকা

8

প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি

:

18/07/2021ইং তারিখে অনুমোদিত হয়েছে।