Wellcome to National Portal
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ অক্টোবর ২০২৩

সম্প্রসারণ বিভাগ

পরিচালক (সম্প্রসারণ ) এ বিভাগের প্রধান। তাঁর নিয়ন্ত্রণে এ বিভাগের কাজকর্ম পরিচালিত হয়। এ বিভাগের কার্যাবলী নিম্নরুপঃ-

১। দেশে রেশম চাষ সম্প্রসারণের জন্য বিভিন পরিকল্পনা বাস্তবায়নকল্পে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন, তদারকি ও দিক নির্দেশনা প্রদান;
২। সম্প্রসারণ কার্যাবলীকে সুষ্ঠুভাবে ত্বরান্বিত করার জন্য রেশম চাষীদের কারিগরী ও উপকরণ সহায়তা প্রদানকল্পে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান;
৩।  রেশম চাষের বিভিন্ন পর্যায়ের রেশম চাষী, এনজিও এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রদানকল্পে   ব্যবস্থা গ্রহণ;
৪। উন্নতজাতের তুঁত গাছ এবং রোগমুক্ত রেশম পোকার ডিম উৎপাদন ও সরবরাহের যাবতীয় দিক নির্দেশনা প্রদান ও নিয়ন্ত্রণ করা;
৫। রেশম শিল্পের সংগে সমপৃক্ত বিভিন্ন এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সংগে যোগাযোগ রক্ষা করতঃ রেশম সমপ্রসারণ কাজ ত্বরান্বিত করা;
৬। রেশম গুটির বাজারজাতকরণে প্রয়োজনীয় সহায়তা প্রদান;
৭।  মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যালয় পরিদর্শন এবং সমস্যা সমাধানের ব্যবস্থা  নেয়া;
৮।  বিভিন্ন রিজিওন ও জোন থেকে প্রাপ্ত তথ্যসমূহের পরিসংখ্যাণ প্রস্তুত  করতঃ পরিকল্পনা বিভাগের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণের ব্যবস্থা  গ্রহণ করা।

 

এ বিভাগের আওতায় নিম্নবর্ণিত কার্যালয় সমূহ রয়েছেঃ-

ক) রিজিওন অফিস    ৫টি
খ) জোন অফিস  ৭টি
গ) রেশম বীজাগার  ১০টি
ঘ) গ্রেনেজ  ২টি
ঙ)   মিনিফার্ম ৭টি
চ)  রেশম সমপ্রসারণ কেন্দ্র ৪০টি
ছ) রেশম সমপ্রসারণ উপকেন্দ্র ১৬৪টি
জ)   মিনিফিলেচার    ১২টি

                                       

 উল্লিখিত কার্যালয়/অফিস সমূহের মাধ্যমে সারা দেশে রেশম উন্নয়নের জন্য সম্প্রসারণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

নাগরিক সেবা সমুহ

রেশম সম্প্রসারণ কার্যক্রমে কারিগরী ও উপকরণ সহায়তা ;

রেশম চাষী, এনজিও এবং মাঠকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থাকরণ;

রেশম শিল্পে সম্পৃক্ত বিভিন্ন এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানসমুহকে প্রয়োজনীয়  সহায়তা প্রদান;

সঠিক মূল্যে রেশম গুটির বাজারজাতকরনে জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান;

দেশের নতুন নতুন এলাকায় রেশম চাষীদেরকে চিহ্নিতকরণ এবং মোটিভেশনের মাধ্যমে তাদেরকে রেশম চাষে সম্পৃক্ত করণ;

দেশে রেশম চাষীদের ঋণদানসহ আর্থিক সহায়তা প্রদান ;

দেশের রেশম চাষীদের নির্ধারিত মূল্যে তুঁতচারা ও রেশম ডিম সরবরাহকরণ।

অভিযোগ - সদস্য(সম্প্রসারণ ও প্রেষণা)

আঞ্চলিক রেশম সমপ্রসারণ কার্যালয়

নাগরিক সেবা সমুহ

রেশম চাষের সমস্যাসমুহ সমাধানে পদক্ষেপ গ্রহন;

রেশম চাষীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি নিশ্চিতকরণ ;

সম্ভাবনাময় এলাকাকে রেশম সমপ্রসারণ নেট ওয়ার্কের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ;

উন্নত জাতের তুঁতকাটিংস, তুঁতচারা ও DFLs ও উৎপাদন ও সরবরাহকরণের ব্যবস্থাকরণ;

অভিযোগ ঃ প্রধান সমপ্রসারণ কর্মকর্তা(সমপ্রসারণ ও প্রেষণা)

জেলা রেশম সমপ্রসারণ কার্যালয়ঃ-

রেশম চাষের সমস্যসমূহ সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা

রেশম চাষের সাথে জড়িত এনজিওদের সাথে যোগাযোগ রক্ষা ও সমন্বয় সাধন করা;

মাঠ পর্যায় DFLs  এর তুঁতচারার চাহিদা  উর্দ্ধতন কার্যালয়ে প্রেরণ এবং DFLs ও তুঁতচারা বিতরনের ব্যবস্থাকরণ;

ঋণের সহায়তা প্রদান;

রেশম গুটি বাজারজাতকণের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও সমন্বয় সাধন

অভিযোগ  - উপ-পরিচালক

উপজেলা রেশম সমপ্রসারণ কার্যালয়ঃ-

সমপ্রসারণ এলাকায় রেশম চাষীদের রেশম চাষে উদ্ধুদ্ধকরণ;

উন্নতমানের  তুঁতচারা ও ডিম উৎপাদন এবং যথাসময়ে  বিতরন করা ;

রেশম চাষীদেরকে পলুপালনে কারিগরী সহায়তা প্রদান;

অনুমোদিত ঋণ বিতরণ ও আদায়ে মাঠকর্মীকে সহায়তা প্রদান;

রেশম সুতা ও গুটি পরিবহনে রুট পারমিট প্রদান।

অভিযোগ - উপ-পরিচালক/সহকারী পরিচালক

রেশম সমপ্রসারণ পরিদর্শকের কার্যালয়ঃ-

রেশম চাষযোগ্য ব্যক্তিদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে রেশম চাষে সম্পৃক্তকরণ;

তুঁতচারা ও DFLs  উৎপাদনে সহায়তা প্রদান এবং তা যথাসময়ে সরবরাহ করা;

চাষীদের হাতে কলমে কারিগরী সহায়তা প্রদান ;

পলুঘর বিশোধন ও পলুপালনকালে রোগব্যধি দেখা দিলে তা নিরাময়ে বিশোধন সামগ্রী প্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে;

প্রশিক্ষণের জন্য রেশম চাষী নির্বাচন এবং ঋণ প্রদানের মাধ্যমে রেশম চাষে উদ্ধুদ্ধ করা ;

অভিযোগ - সংশ্লিষ্ট ম্যানেজার, উপজেলা রেশম সমপ্রসারণ কার্যালয়

রেশম বীজাগার -

উন্নত মানের তুঁতচারা উৎপাদন ও বিতরণ;

উন্নত জাতের উঋখং উৎপাদন ও বিতরণ;

রেশম চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থাকরণ;

রেশম চাষে আগ্রহী ব্যাক্তিদের ধারণা দেয়ার জন্য প্রদর্শনী ইউনিট হিসাবে দায়িত্ব পালন;

অভিযোগ - উপ-পরিচালক/সহকারী পরিচালক