Wellcome to National Portal
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ অক্টোবর ২০২৩

অর্থ ও পরিকল্পনা বিভাগ

পরিচালক (অর্থ ও পরিকল্পনা) এ বিভাগের প্রধান এবং তাঁর নিয়ন্ত্রণে বিভাগের কাজকর্ম পরিচালিত হয়। এখানে ২টি অনুবিভাগ এবং ১ অধিশাখা রয়েছে-

  • অর্থ অনুবিভাগ
  • পরিকল্পনা অনুবিভাগ
  • প্রকৌশল অধিশাখা

এ বিভাগের কার্যাবলী নিম্নে বর্ণনা করা হ’লঃ-


অর্থ অনুবিভাগ

     এ অনুবিভাগ প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার নিয়ন্ত্রণাধীন। এ অনুবিভাগের কার্যক্রম নিম্নরুপঃ-

  • রেশম উন্নয়ন বোর্ড এবং আওতাধীন সকল প্রকল্প ও কার্যালয়ের রাজস্ব ও উন্নয়ন বাজেট প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণ;
  • রেশম উন্নয়ন বোর্ড ও আওতাধীন প্রকল্প ও কার্যালয় সমূহের যাবতীয় আর্থিক লেনদেন তদারকি, ছাড়সহ হিসাব সংক্রান্ত যাবতীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান ও নিয়ন্ত্রণ;
  • নিরীক্ষা কাজে সহায়তা প্রদান এবং সরকারী বাণিজ্যিক নিরীক্ষা কর্তৃক উত্থাপিত আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা  গ্রহণ;
  • মন্ত্রণালয় ও অন্যান্য সরকারী সংস্থাতে  অর্থ ছাড়ের ব্যাপারে যোগাযোগ, অর্থ ছাড়ের ব্যবস্থা  এবং এ ব্যাপারে  চাহিদাকৃত  রিপোর্ট রিটার্ণ প্রদান;
  • অর্থ সংক্রান্ত সরকারী অন্যান্য আদেশ-নির্দেশ পালন করা।

     

পরিকল্পনা অনুবিভাগ

এ অনুবিভাগ প্রধান পরিকল্পনার নিয়ন্ত্রণাধীন। এ অনুবিভাগের কার্যাবলী নিম্নরুপ-

  • দেশে রেশম শিল্পের উন্নয়নে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন;
  • পিসিপি ও ডিপিপি অনুমোদনের জন্য মন্ত্রণালয়,পরিকল্পনা কমিশন এবং অন্যান্য সরকারী সংস্থার  সংগে যোগাযোগে রক্ষা করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ;
  • রেশমের সংগে সম্পৃত্ত সরকারী সংস্থা  সমুহ ও স্থানীয়  সরকার পরিষদকে রেশমের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান;
  • সরকারী নীতি ও দিক নিদের্শনার আলোকে বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রণয়ন এবং তা মন্ত্রণালয়ে প্রেরণ করা;
  • উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান;
  • মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন ধরনের রিপোর্ট রিটার্ণ প্রেরণ করা;
  • কর্তৃপক্ষ ও সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য কাজ সম্পাদন  করা।

বোর্ড প্রতিষ্ঠার শুরু থেকে মোট ২১ টি প্রকল্প সম্পন্ন হয়েছে। বর্তমানে ২টি প্রকল্প চলমান রয়েছে যথা-(১) রেশম চাষ সম্প্রসারণ ও উন্নয়নের মাধ্যমে পার্বত্য জেলাসমুহের দারিদ্র বিমোচন শীর্ষক প্রকল্প  (২) রেশম চাষ সম্প্রসারণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলার দারিদ্র হ্রাসকরণ প্রকল্প।

প্রকৌশল অধিশাখা

এ অধিশাখা নির্বাহী প্রকৌশলীর নিয়ন্ত্রণাধীন। এ শাখার কার্যাবলী নিম্নরুপঃ-

  • রেশম উন্নয়ন বোর্ড এবং আওতাধীন প্রকল্প সমূহের যাবতীয় নির্মাণ,মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য যাবতীয় নক্সা এবং ব্যয় প্রাক্কলন প্রণয়ন করা;
  • এ সকল কাজের জন্য টেন্ডার আহবান,টেন্ডার চুড়ান্তকরণ,কার্যাদেশ প্রদান ও যাবতীয় কার্যক্রম তদারকি এবং এ সংক্রান্ত যাবতীয় বিল প্রক্রিয়াকরণ;
  • বিভিন্ন বৈজ্ঞানিক ও কারিগরী যন্ত্রপাতি এবং আসবাবপত্র ক্রয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ যাবতীয় কাজকর্ম সম্পাদন  করা;
  • এ ছাড়া কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য নির্দেশ পালন করা।