Wellcome to National Portal
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মার্চ ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


প্রকাশন তারিখ : 2021-03-17

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় ও স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক উদযাপন করে৷ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়৷ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বোর্ড প্রধান কার্যালয় ও আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়, রাজশাহী  বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়৷                      

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীগণসহ বোর্ডের মহাপরিচালক জনাব মু: আবদুল হাকিম জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷ তারপর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কেক কাটা হয়৷ এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷ জনাব মু: আবদুল হাকিম, মহাপরিচালক, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতির পিতার দর্শন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, শিশুদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা এবং তাঁর দীর্ঘ সংগ্রামী জীবনের উপর আলোকপাত করা হয়৷ আলোচনা শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের এবং স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়৷

এসময় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক(গবেষণা ও প্রশিক্ষণ) জনাব এ.কে.এম আমিরুল ইসলাম, পরিচালক(প্রশাসন)  জনাব সৈয়দ মোস্তাক হাসান, পরিচালক (উৎপাদন ও বিপণন) জনাব মোছা: নাছিমা খাতুন, পরিচালক(সম্প্রসারণ) জনাব মোহাম্মদ এমদাদুল বারীসহ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷  

সংযুক্ত: ছবি