Wellcome to National Portal
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুন ২০২০

রেশম ভবন চত্ত্বরে নগর পিতার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ভোধন


প্রকাশন তারিখ : 2020-06-22

 

গ্রীণ সিটি রাজশাহীকে আরও সুন্দর, আরও সবুজ করার লক্ষ্যে সকলের প্রিয়, শ্রদ্ধাভাজন রাজশাহীর মাননীয় নগর পিতার ভূমিকা অনস্বীকার্য। পরিস্কার সবুজ নগরীকে আরও বেশি সুশোভিত করে ফলজ, বনজ আর ফুলে ফুলে গড়ে তোলার লক্ষ্যে নগর পিতা রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ. এইচ. এম. খায়রুজ্জামান (লিটন) আজ বিকালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ভবন চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করেন। মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিভিন্ন প্রজাতির ৫০০০টি বৃক্ষ রোপণ কার্যক্রমের অংশ হিসেবে রেশম ভবন চত্ত্বরে গাছ লাগিয়ে নগর পিতা এ কর্মসূচির উদ্ভোধন করেন। এ সময় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব মু: আবদুল হাকিম উপস্থিত ছিলেন।

 

এ মহতী অনুষ্ঠানে বোর্ডের সদস্য(সম্প্রসারণ ও প্রেষণা) এম. এ. মান্নান, সদস্য(উৎপাদন ও বাজারজাতকরণ) মোছা: নাছিমা খাতুন, সচিব সৈয়দ মোস্তাক হাসান, সিবিএ সভাপতি মো: আবু সেলিমসহ বোর্ডের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।