পরিচালক (সম্প্রসারণ ) এ বিভাগের প্রধান। তাঁর নিয়ন্ত্রণে এ বিভাগের কাজকর্ম পরিচালিত হয়। এ বিভাগের কার্যাবলী নিম্নরুপঃ-
১। | দেশে রেশম চাষ সম্প্রসারণের জন্য বিভিন পরিকল্পনা বাস্তবায়নকল্পে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন, তদারকি ও দিক নির্দেশনা প্রদান; |
২। | সম্প্রসারণ কার্যাবলীকে সুষ্ঠুভাবে ত্বরান্বিত করার জন্য রেশম চাষীদের কারিগরী ও উপকরণ সহায়তা প্রদানকল্পে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান; |
৩। | রেশম চাষের বিভিন্ন পর্যায়ের রেশম চাষী, এনজিও এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রদানকল্পে ব্যবস্থা গ্রহণ; |
৪। | উন্নতজাতের তুঁত গাছ এবং রোগমুক্ত রেশম পোকার ডিম উৎপাদন ও সরবরাহের যাবতীয় দিক নির্দেশনা প্রদান ও নিয়ন্ত্রণ করা; |
৫। | রেশম শিল্পের সংগে সমপৃক্ত বিভিন্ন এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সংগে যোগাযোগ রক্ষা করতঃ রেশম সমপ্রসারণ কাজ ত্বরান্বিত করা; |
৬। | রেশম গুটির বাজারজাতকরণে প্রয়োজনীয় সহায়তা প্রদান; |
৭। | মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যালয় পরিদর্শন এবং সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়া; |
৮। | বিভিন্ন রিজিওন ও জোন থেকে প্রাপ্ত তথ্যসমূহের পরিসংখ্যাণ প্রস্তুত করতঃ পরিকল্পনা বিভাগের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা। |
ক) | রিজিওন অফিস | ৫টি |
খ) | জোন অফিস | ৭টি |
গ) | রেশম বীজাগার | ১০টি |
ঘ) | গ্রেনেজ | ২টি |
ঙ) | মিনিফার্ম | ৭টি |
চ) | রেশম সমপ্রসারণ কেন্দ্র | ৪০টি |
ছ) | রেশম সমপ্রসারণ উপকেন্দ্র | ১৬৪টি |
জ) | মিনিফিলেচার | ১২টি |
উল্লিখিত কার্যালয়/অফিস সমূহের মাধ্যমে সারা দেশে রেশম উন্নয়নের জন্য সম্প্রসারণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
নাগরিক সেবা সমুহ
রেশম সম্প্রসারণ কার্যক্রমে কারিগরী ও উপকরণ সহায়তা ;
রেশম চাষী, এনজিও এবং মাঠকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থাকরণ;
রেশম শিল্পে সম্পৃক্ত বিভিন্ন এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানসমুহকে প্রয়োজনীয় সহায়তা প্রদান;
সঠিক মূল্যে রেশম গুটির বাজারজাতকরনে জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান;
দেশের নতুন নতুন এলাকায় রেশম চাষীদেরকে চিহ্নিতকরণ এবং মোটিভেশনের মাধ্যমে তাদেরকে রেশম চাষে সম্পৃক্ত করণ;
দেশে রেশম চাষীদের ঋণদানসহ আর্থিক সহায়তা প্রদান ;
দেশের রেশম চাষীদের নির্ধারিত মূল্যে তুঁতচারা ও রেশম ডিম সরবরাহকরণ।
অভিযোগ - সদস্য(সম্প্রসারণ ও প্রেষণা)
আঞ্চলিক রেশম সমপ্রসারণ কার্যালয়
নাগরিক সেবা সমুহ
রেশম চাষের সমস্যাসমুহ সমাধানে পদক্ষেপ গ্রহন;
রেশম চাষীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি নিশ্চিতকরণ ;
সম্ভাবনাময় এলাকাকে রেশম সমপ্রসারণ নেট ওয়ার্কের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ;
উন্নত জাতের তুঁতকাটিংস, তুঁতচারা ও DFLs ও উৎপাদন ও সরবরাহকরণের ব্যবস্থাকরণ;
অভিযোগ ঃ প্রধান সমপ্রসারণ কর্মকর্তা(সমপ্রসারণ ও প্রেষণা)
জেলা রেশম সমপ্রসারণ কার্যালয়ঃ-
রেশম চাষের সমস্যসমূহ সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা
রেশম চাষের সাথে জড়িত এনজিওদের সাথে যোগাযোগ রক্ষা ও সমন্বয় সাধন করা;
মাঠ পর্যায় DFLs এর তুঁতচারার চাহিদা উর্দ্ধতন কার্যালয়ে প্রেরণ এবং DFLs ও তুঁতচারা বিতরনের ব্যবস্থাকরণ;
ঋণের সহায়তা প্রদান;
রেশম গুটি বাজারজাতকণের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও সমন্বয় সাধন
অভিযোগ - উপ-পরিচালক
উপজেলা রেশম সমপ্রসারণ কার্যালয়ঃ-
সমপ্রসারণ এলাকায় রেশম চাষীদের রেশম চাষে উদ্ধুদ্ধকরণ;
উন্নতমানের তুঁতচারা ও ডিম উৎপাদন এবং যথাসময়ে বিতরন করা ;
রেশম চাষীদেরকে পলুপালনে কারিগরী সহায়তা প্রদান;
অনুমোদিত ঋণ বিতরণ ও আদায়ে মাঠকর্মীকে সহায়তা প্রদান;
রেশম সুতা ও গুটি পরিবহনে রুট পারমিট প্রদান।
অভিযোগ - উপ-পরিচালক/সহকারী পরিচালক
রেশম সমপ্রসারণ পরিদর্শকের কার্যালয়ঃ-
রেশম চাষযোগ্য ব্যক্তিদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে রেশম চাষে সম্পৃক্তকরণ;
তুঁতচারা ও DFLs উৎপাদনে সহায়তা প্রদান এবং তা যথাসময়ে সরবরাহ করা;
চাষীদের হাতে কলমে কারিগরী সহায়তা প্রদান ;
পলুঘর বিশোধন ও পলুপালনকালে রোগব্যধি দেখা দিলে তা নিরাময়ে বিশোধন সামগ্রী প্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে;
প্রশিক্ষণের জন্য রেশম চাষী নির্বাচন এবং ঋণ প্রদানের মাধ্যমে রেশম চাষে উদ্ধুদ্ধ করা ;
অভিযোগ - সংশ্লিষ্ট ম্যানেজার, উপজেলা রেশম সমপ্রসারণ কার্যালয়
রেশম বীজাগার -
উন্নত মানের তুঁতচারা উৎপাদন ও বিতরণ;
উন্নত জাতের উঋখং উৎপাদন ও বিতরণ;
রেশম চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থাকরণ;
রেশম চাষে আগ্রহী ব্যাক্তিদের ধারণা দেয়ার জন্য প্রদর্শনী ইউনিট হিসাবে দায়িত্ব পালন;
অভিযোগ - উপ-পরিচালক/সহকারী পরিচালক