Wellcome to National Portal
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জানুয়ারি ২০২০

জাতীয় বস্ত্র দিবস উপলক্ষ্যে মেলায় রাজশাহীর রেশম বস্ত্র প্রদর্শন


প্রকাশন তারিখ : 2020-01-08

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ৯ জানুয়ারি, ২০২০ তারিখ শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বস্ত্র দিবস ২০১৯ উদযাপন ও বহুমুখী বস্ত্র মেলার আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বস্ত্র দিবস ২০১৯ ও বহুমুখী বস্ত্র মেলার শুভ উদ্বোধন করবেন। উক্ত মেলায় রেশম তথা রেশম শিল্পকে সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব মু: আবদুল হাকিম এর তত্ত্বাবধানে রাজশাহীর রেশম বস্ত্র সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রদর্শন করা হবে। মোট ১১টি স্টলের মাধ্যমে তা প্রদর্শিত হবে। স্টলগুলি হলো বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের ২টি, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট এর ২টি, সপুরা সিল্ক মিলস্ লিমিটেড এর ২টি, রাজশাহী সিল্ক সিটি এর ২টি, রাজশাহী সিল্ক ফ্যাশান এর ২টি, নর্দান এন্টারপ্রাইজ এর ১টি। উক্ত মেলায় রেশম উন্নয়ন বোর্ডের স্টলে রাজশাহী রেশম কারখানায় উৎপাদিত খাঁটি রেশম কাপড় প্রদর্শন করা হবে। যেমন, টাই, গরদ শাড়ী, প্রিন্টের শাড়ী, ওড়না, টিু-পিস, ডুপিয়ন শার্টিং থান কাপড়, প্রিন্টের থান কাপড়, কোরা থান কাপড়।

উক্ত অনুষ্ঠানে মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি এমপি, মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব মির্জা আজম এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি।